আজকে যখন পুরনো টাকার মালিশ হল শেষ
নেতা মন্ত্রি কালো গণেশ সবাই করছে হা- পিত্যেশ
তাই কেও যাচ্ছে রাজধানিতে, কেউবা রাষ্টপতিভবন।
সাধারনের জন্য কেন জানি আজ যত চিন্তার বর্হিপ্রকাশ।
এত দিন কোথায় ছিলে?
সারদা কান্ডতে যখন গরিবরা ফেলেছে দীর্ঘশ্বাস!
এ বেলার লাইন নিয়ে তারা বড় চিন্তিত।
দোকান, হাসপাতাল,সরকারি অফিসে এর
বেলায় কেন তাদের মাথা হয় না খন্ডিত?
আমরা মানুষ সাধারণ
সব জায়গায় লাইন দিতে আমরা বড় আসাধারণ।
জন্ম হয় লাইন দিতে
শ্মশানে দাহ করতে দাড়াতে হয় লাইনেতে।
আজ কি পারব না এই টুকু সইতে?
আমাদের জন্য কাউকে হবে না কো জ্বলতে
হনুমানের লেজে আজ আগুন
টাকার লঙ্কাপুরীর রাবন সাবধান।
যদি পার দমকল ডাক।