আমার হাত ,আমার গাড়ৗ
  আমার দেহ, আমার বাড়ি
  সবই আমার, সবই তোমার
  কিন্তু বৃথা এ "আমার "
  "আমি" ছাড়া সবই মিথ্যে
  কিন্তুু এই "আমি" কে?

আমি তো সেই জ্যোতি,
আমি তো সেই শক্তি ,
যে কোটি কোটি বছর ধরে
মেতেছে জন্ম মৃত্যুর খেলায়.
কেবল বদলেছে পোশাক
মেতেছে নতুন নাটকে
আজ সে ক্লান্ত অতি পরিশ্রান্ত
তাই অবিরামের কঠিন চাকার থেকে,
সে আজ চাই বিরাম চিরতরে।