ঝর ঝর ঝর তুমি নির্ঝর ঝারায়
কর বসুধারে ছিন্ন ।
না তুমি তো নও সর্বশক্তিমান
কেমনে কর এ কাজ?
আমি এক যুগের smart boy
"Smoke","drink" সবই চলে
যাই বলো,আমিই তো বৗর
আমিই তো পারি,
মৃত্যুকে সসম্মানে গ্রহণ করতে
আমি তো এও জানি,
আমার ফুসফুস,অামার কলিজা
অাজ জৗবন্ত দগ্ধ,
নিথর নির্জৗব হয়ে লুকিয়ে আছে,
আত্মার সাথে ব্রহ্মাত্মার মিলনের অপেহ্মায়।
তাই অামি অাজ মনিষৗ
আমার লহ্ম্য অটুট স্থৗর,লোহার মতো।
যতদিন না আমি নিজেকে করছি মৃত্যুকে দান
নেশাকেও করব আমি অহরহ পান।