১
আমি তোমার হাত ধরে,
খুঁজে চলেছিলাম তোমার নিরুকে।
শত সহস্র আলোকবর্ষ তোমায় ভালোবেসে,
খুঁজে চলেছিলাম তোমার নিরুকে।
কখনও করিনি প্রশ্ন তোমায় ,
কেন আমি কেন তুমি
খুঁজে চলেছিলাম তোমার নিরুকে?
২
আমি জানি না কোন স্রোতে হারিয়েছ তুমি।
কিন্তূ আমার মনের প্রতিটি অগ্নিশিখায় ,
তোমার গান,
হারানো নদীর ঝরণা হয়ে যায়।
কিন্তূ ঠকিয়েছ তুমি মোরে বারবার
যেমন করে প্রতিটি তপ্ত বালুকণা
ক্লান্ত মরুপথিককে ঠকিয়েছে।
আজ শত সহস্র আলোকবর্ষ পর
আমি আরও ক্লান্ত পরিশ্রান্ত।
তবুও খুঁজে চলেছি তোমার নিরুকে।
মোহন সরকার