আকাশ

আমাকে আকাশ হতেই হবে
এমন কোনো কথা নেই,
আমি পাহাড় হয়েও
আকাশের বুকে বুক ছোঁয়াতে পারি।


নদী

স্রোতসিনী স্বচ্ছ নদী
পাড় ভাঙতে শিখলেই
আস্তে আস্তে রঙ পাল্টায়,
ঘোলা থেকে ঘোলাটে হয়।


মাটি

আমি মাটির গন্ধ শুকে দেখেছি
আতরের গন্ধ নেই
কেবল
প্রজননের সুবাস নাকে লাগে।


জল

জল ভেঙে ভেঙে
কুড়িয়ে নিতে  চাই
জলের গভীরে প্রজ্ঞা পাথর।


পাখি

পাখির চোখে মেখে নেব পৃথিবীর কলঙ্ক।


আগুন

আগুন পাহাড় ! আমি আগুন হব,
আমার আগুন তোর আগুনে পুড়িয়ে নেব!


পাহাড়

আমি পাহাড় হলাম,
তুমি ঢালে ঢালে
আমার সবুজ অরণ্য।

চাঁদ

চাঁদের আলোয় ভিজে ভিজে
আমি ঘাস তুমি শিশির।

সূর্য্য

সূর্য্য আলোয় আভাসিত হোক
সূর্য্য মুখীর ভালোবাসা।