০১
তোমার হলুদ রাঙা শাড়ী বেয়ে
একটা আলো বেড়িয়ে আসছে
এ আলোয় পথ দেখে হাঁটা যায়
হাঁটতে হাঁটতে
উদ্দেশ্য ও বিধেয় স্থির থাকলে
নির্ভাবনায় পৌঁছন যাবে
চন্দ্রিমার আলোয়|

০২
হলুদ শাড়ী পড়লে
তুমি হলুদ পাখি নামক
কবিতা হয়ে যাও
এই কবিতা জুড়ে থাকে
নীল আকাশের কোমলতা
ঝরনার স্নিগ্ধতা
বসন্তের মাদকতা
আর জ্যোৎস্না আলোয়
রূপকথার স্বপ্ন ঠোঁটে নিয়ে
ডানা মেলে দেয় হলুদ শাড়ী|

০৩
তোমার হলুদ শাড়ীর কবিতা
লিখতে গিয়ে
কলম থেকে একটা শব্দ
বেড়িয়ে আসে
শব্দটা-
দেখা যায় না
শোনা যায় না
পড়া যায় না
যদিও কেউ কেউ অনুভব করেন
কবিদের অনুভূতি শক্তি আছে
তারা এই শব্দের নাম দিয়েছেন
ভালোবাসা|

০৪
তোমার হলুদ শাড়ী কে
প্রেম প্রস্তাব দিলে
লজ্জাবনত হয় আঁচল
বিগলিত আঁচল থেকে
ডিওডোরেন্ট এর প্রেম প্রেম গন্ধ
ছড়িয়ে পড়ে বাতাসে
আর বাতাস থেকেই
বুক ভরে টেনে নিই
প্রেম নামক অক্সিজেন|