একুশে ফেব্রুয়ারী এলেই
একটা শিহরণ জাগে
চোখে ফোটে
তাজা রক্তের চিত্রকল্প ,
শহীদের রক্তে ভেজা অক্ষর গুলো
জেগে ওঠে
আঁধার রাতের নক্ষত্রের মত ,
হৃদয়ের স্রোতে ছুটতে ছুটতে
রক্ত বর্ণ একটা শব্দ -
জমাট বাঁধে
গাঢ় হয়
জ্যোতি ছড়ায় ,
এরপর
বুকের নরম আকাশে উদিত হয়
স্নেহময়ী মা হয়ে|