আগুন আগুন খেলা খেলতে খেলতে
তোমাদের হাত মুখ গালে
ধূসর ছাই ভষ্মের দাগ
বসন্ত দাগের মতো এঁটে বসেছে
চারিদিকে কেমন উল্লাস
ভারী ভারী বাতাসের উগ্রতায়
চিল শকুনের শ্লীষ ধ্বনি
শেয়াল ডাকা সন্ধ্যা নেমে আসছে
এবার তোমরা ফিরে এসো,
খাদ্য খাদক খেলা খেলতে খেলতে
তোমরা হিংস্র হয়ে পড়ছ দিন দিন
বুকের ভিতর চিনচিনে ব্যাথায়
অক্সিজেনের বড়ো অভাব
অপরিশোধিত চেতনার আনাগোনা
মচকা লাগা পায়ে পায়ে
রক্তের আঁচড় মুছে ফেলে
এবার তোমরা ফিরে এসো,
রঙ্ রঙ্ খেলা খেলতে খেলতে
তোমরা নিজেরাই রঙ হয়ে গেছ
রঙই এখন ডাক নাম
জুতো জামা চুলও রঙিন
ধরে ধরে রাঙিয়ে দিচ্ছ একে ওকে তাকে
খেলা থামাও, খেলা থামিয়ে
এবার তোমরা ফিরে এসো
ফিরে এসো মাটির পথ ধরে
রামধনুর সাত রঙ্ বুকে নিয়ে।