খাঁচায় বাঁধা তোতার
কিচির মিচির না শুনেই
উড়ে যায় টিয়া
ডানার ফাঁকে গুঁজে নেয়
নতুন পালক
দক্ষিণা বাতাসে উড়ে
দোল খায় গান গায়,
ঠোঁটে ঠোঁটে
খুটে নেয় কিছু খাবার
পালক ঝাড়ে
বন্যতা ছুড়ে দেয়
গোধূলীর রাঙা আলোয়,
আঁধারের পিঠে
ফেরে
সভ্যতার নীড়ে!