কবি, প্রতিবাদী হও
এবার লেখনী ধরো
শব্দের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দাও
প্রতিবাদের বীজ
ইন্টারনেট ম্যাগাজিন ভূমিতে
অঙ্কুরিত হোক পাতা মেলে
অক্সিজেন ছড়াক-
বয়ে যাক গ্রাম গঞ্জ শহরে শহরে;
প্রেমের গান
শুনতে শুনতে স্থিমিত রূদ্র কণ্ঠ
বাহু-বাহু হীনবল
বুকের আগুন প্রেম-বর্ষণে নিভন্ত প্রায়
উজ্জীবনী শক্তি শুষ্কতর
গতিহীন হৃদস্পন্দন,
এবার প্রতিবাদী হও
বুকের আঁচে ফু দিয়ে
ছড়িয়ে দাও স্ফুলিঙ্গ দিকে দিকে
প্রজ্বলিত হোক সব বুক
সঞ্চারিত হোক বুকে বুকে
অঙ্গারের দৃঢ়তা
ধ্বনিত হোক কণ্ঠ
বাহুবলে জেগে উঠুক দৃঢ় হাত
আর
তোমার জলন্ত লেখনী।