বন্ধু ,
ভেবেছিলাম ধূসর রঙ্
মুছে ফেলে
মাটির রঙ্ মেখে নেবে,
কৃত্রিম আবহাওয়া থেকে সরে
প্রকৃতির কোলে মিশে যাবে
অবলীলায়,
নিজেকে কর্ষণ করে
গড়ে নেবে উর্বর ভূমি
পুতে দেবে মহিরূহের বীজ,
প্রকৃতির সান্নিধ্যে
খণিজ রস গ্রহণ করে
বীজেরা মেলে দেবে কঁচি পাতা,
তোমার স্নেহ ছোঁয়ায়
ডাল পাতা ছড়িয়ে
বৃহৎ থেকে বৃহত্তর হয়ে
মিশে যাবে মহিরূহের দলে,
নব নব প্রাণ সঞ্চারিত হবে দিকে দিকে;
অথচ তুমি
শক্ত করে মেখে নিলে দেহে
ধূসর রঙ্।