বর্ষা দিনের মেঘলা আকাশ
সূর্য চেয়ে ভেজা ডানা,
আকাশ বুকে রামধনু রঙ্
আঁকতে যে চায় ষোলো আনা।
আকাশ বুকে এঁকে দিয়ে
সপ্ত রাঙা রামধনু,
আড়াল তুমি হলে কোথায়
আবীর মাখা যুবক ভানু?
অসীম নীলের আকাশ বুকে
তুলির ছোঁয়ায় আঁধার টানা,
আর কতদিন খুঁজবে তোমায়
মেঘলা আঁকা বৃষ্টি-কণা?