এবার যদি মানুষ হও-
আকাশ পাহাড় মাখবে দেহে পুষ্প রেণু,
নদীর স্রোতে হাসবে ভেসে পদ্ম কোরক,
চিতল বোয়াল নাচবে এসে জলের কিনার।
এবার যদি মানুষ হও-
নীল আকাশে চড়বে ভেলা অভ্র পলাশ,
মোহন সুরে উঠবে গেয়ে লক্ষ্মী পেঁচা,
বন্য বাঘা আদর দেবে হরিণ শাবক।
এবার যদি মানুষ হও-
উড়বে ফুলে রঙ্ বেরঙের প্রজাপতি ,
চন্দ্র কলা দেবে ছোঁয়া তোমার বুকে,
কোকিল এবার বাঁধবে এসে নিজের বাসা।
এবার যদি মানুষ হও-
শুষ্ক খেতে আসবে নেমে শস্য জোয়ার,
মধুর ফোঁটা ঝরবে ঝরে বৃষ্টি হয়ে,
দুঃখ বেদন স্বার্থ দ্বেষ যাবেই দূরে।