চোখে চোখে কিছু ছবি জমে,
মনের মাঝে স্বপ্নেরা সঞ্চয় হয়।
প্রতিটি দিনের আশা, প্রতিটি রাতের স্বপ্ন,
সেই স্বপ্নেই হারিয়ে যাই।

হাজার কথা, হাজার ভাবনা,
মনের গহীনে বাস করে।
সময়ের স্রোতে কোথায় হারিয়ে যাই,
তবুও স্বপ্নে ডুবে থাকি।

দূর দিগন্তে এক আলোর রং,
চলতে চলতে তা অনুভব করি।
বাঁধা পথে হাঁটলেও আমি,
স্বপ্নের পথে হাঁটতে থাকি।