শৈশব কেটে গেলো হেলা অবহেলায়
যৌবন চলে যায় বেলা অবেলায়।
ছুটে চলি দিক বিদিক জীবনের টানে
বেড়েছে পাপের বোঝা জ্ঞানে - অজ্ঞানে।
জীবনের শেষ বেলায় নেই সঞ্চয়
খালি হাতে যেতে হবে হয় মহাভয়!
মনে পড়ে জীবনের নানা অপরাধ
দন্ডিত হতে হবে ঠিক নির্ঘাত!
মুক্তির পথ খোঁজ যাও কোন দ্বীপে
দুহাত তুলে কাঁদো প্রভুর সমীপে।
অনুতাপ করো যদি অসহায় মনে
ক্ষমা করে দিবে প্রভু সীমাহীন গুণে!