মায়ের কথা বলতে গিয়ে
কী যে লিখি ভাবি,
মায়ের কাছে ছিলো আমার
হরেক রকম দাবী।
সুখ আসেনা হৃদয় জুড়ে
মায়ের আঁচল বিনে,
জীবন টা তো মায়ের কাছে
জর্জরিত ঋণে।
আমার জন্য ভোগ করেনি
মা জননী সুখ,
বৃদ্ধ কালে মায়ের যেন
হয় না কোন দুখ।
মায়ের সেবা করব সবাই
যেমন করেই হোক,
মাসের শেষে মাইনে থেকে
রাখবো মায়ের থোক।
মায়ের সেবায় করবোনা কেউ
কোন ছলচাতুরী,
শেষ বিচারে টিকবেনা তো
কোন বাহাদুরি।
মায়ের দোয়া থাকলে সাথে
শ্রেষ্ঠ তুমি হবে,
বিপদাপদ আসতে পারে
কেটে যাবে তবে।