তোমার মনে আমায় রেখো খুব যত্ন করে,
মুক্তা যেমন ভালো থাকে শামুকের ঘরে।
তুমি আমায় সাজিয়ে রেখো তোমার মনের ফুলদানিতে.
সুবাস ছড়াব তোমাতে আমি সকাল-সন্ধ্যা-রাত্রিতে।
আমায় রেখো তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে,
রেখো আমায় তোমার ভালোলাগার প্রতিটি স্পর্শে।
গ্রীষ্মে হবো তোমার দখিনা সমীরণ,
তোমার ভালোবাসার বৃত্তে বন্দী আমি আমরণ।
তোমাতে আমাতে হোক ভালোবাসায় মাতামাতি,
এ বন্ধন যেন শেষ না হয় রাতারাতি।
আমি থাকতে চাই তোমার নিঃশ্বাসের চেয়েও নিবিড়তায়,
অহর্নিশ জড়িয়ে রবো ভালোবাসার চেয়েও মধুময়তায়।
তুমি জড়িয়ে থাকো আমার ভাবনার অষ্টপ্রহরে,
গোলাপ হয়ে ছুয়ে যেতে চাই তোমার শুভ্র,সুন্দর অধরে।
তুমি আছো আমার সমস্ত অস্তিত্ব জুড়ে,
স্বপ্নের অনুভূতি ছড়িয়ে যাও প্রজাপতির ডানায় উড়ে।
খুব ইচ্ছে করে রঙধনু থেকে মেহেদী এনে তোমার হাতে পরাতে,
বিখ্যাত সেই মসলিন জামদানী শাড়ি হয়ে তোমার অঙ্গে জড়াতে।
ভালোবেসে আমরা রাঙাব নতুন দিগন্ত,
ফুলে ফুলে সাজিয়ে দিব প্রকৃতির বসন্ত।