তুমি মিথ্যা নামক শিল্পের নিপুণ কারিগর,
তুমি অন্যায় নামক অট্টালিকার দারুণ বাতিঘর।
মিথ্যার আগুনে তুমি সত্যকে পুড়ে মারতে চাও,
তুমি অন্যায়ের বন্যায় ন্যায়কে ভাসাতে যাও।
তুমি সত্যকে চাপা দিতে চাও মিথ্যার গর্জন দিয়ে,
তুমি সত্যকে শিকল পড়াতে চাও মিথ্যাকে সাথে নিয়ে।
মিথ্যা দিয়ে গড়োনা কখনও তুমি জীবন,
সত্যকে করো জীবনের ভিত,আমৃত্যু আলিঙ্গন।
সত্য মানে বিশুদ্ধ, সুন্দর, নির্ভেজাল,খাঁটি আর প্রশান্তি,
মিথ্যা মানে মেকি,ধোঁকা অন্ধকার আর ভোগান্তি।
সত্য সেতো হাসবেই, চিরদিন সে জ্বলবেই,
কথায়,কর্মে,চিন্তায় যারা খাঁটি, সত্য তারা বলবেই।
যদিও,
সত্যরা আজ রক্তাক্ত, গুলিবিদ্ধ, আশ্রয়হীন,
মিথ্যারা আজ মুকুটপরা ভয়ডরহীন।
তবুও,
মিথ্যা তোমায় নিয়ে যাবে অন্যায় আর ধ্বংসের পথে,
ন্যায়ের পথটা সত্য দেখায়,উঠায় জান্নাতের রথে।