মাটি দিয়ে তৈরি তুমি মাটিতে যাবে মিশে
অহংকারী,জুলুমকারি,কিলিকবাজি হও কেন মিছে।
সততা ও ন্যায়কে তুমি করোনা বর্জন,
তাহলে বৃথা যাবে তোমার সারাজীবনের অর্জন।
ক্ষমতালিপ্সু ও কুচক্রীদের হাতে আজ যারা নির্যাতিত ও নিপীড়িত,
আল্লাহ্র রহমত থেকে তারা কভু হবে না’ক বিতাড়িত।
অর্থ, ক্ষমতা ও পদবীর ভারে আজ যারা করছে দম্ভ,
একদিন তা মাটিতে মিশে হয়ে যাবে পণ্ড।
মজলুমদের দুআ আল্লাহর দরবারে কবুল হয় তাড়াতাড়ি,
মানুষের সাথে অন্যায়ভাবে কখনও করোনা বাড়াবাড়ি।
অন্যায়ভাবে আজ তুমি দেখাচ্ছ যে জোর,
রাতে ঘুমিয়ে বলতে পার কি, দেখবে তুমি ভোর?
মিছেই তুমি করছ শুধু মিথ্যা আর দুর্নীতির আয়োজন,
শান্তি ও সফলতার জন্য সততা খুব প্রয়োজন।
বেঁচে থাকতে ছড়িয়ে দাও তুমি ন্যায়নীতি ও সততার আলো,
মরণের পর সবাই তোমায় বলে যেন লোকটি ছিল ভালো।
মাটির উপরে তুমি যদি করো ভালো কাজ,
মাটির নীচেও করবে সদা সুখ-শান্তি বিরাজ।
সততার আলোয় উদ্ভাসিত হোক সবার জীবন,
সুখ,শান্তি ও সম্প্রীতিতে ভরে উঠুক এ ভুবন।