সুবর্ণজয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে,
আনন্দঅশ্রু আসে চোখের কোণে।
অগণিত শহীদের রক্ত ও মা বোনের সম্ভ্রমে হয়েছিল স্বাধীনতা কেনা,
পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস হয় যেন চিরচেনা।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে
দেশ এগিয়ে যাচ্ছে অভূতপূর্ব উন্নতিতে।
তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত ছিল যে দেশ,
অর্থনীতির দিক দিয়ে ৪১ তম হয়ে আজ এগিয়েছে বেশ।
স্বাধীনতা পরবর্তী সময়ে মাথাপিছু আয় ছিল ১২৯ ডলার
২০৬৪ ডলার হওয়ায়,এখন তা হয়েছে গর্ব করে বলার।
তলাবিহীন ঝুড়ি আজ পূর্ণতার পথে,
দেশ আজ উঠেছে উন্নয়নের মহাসড়কের রথে।
পঞ্চাশ বছরে এগিয়েছে দেশ,অনেক হয়েছে অর্জন,
সারাবিশ্ব শুনতে পেয়েছে বাংলাদেশের গর্জন।
করেছি মহাকাশ জয়,পাঠিয়েছি স্যাটেলাইট,
রক্তের বন্যায় ভেসেছিল দেশ,যেদিন ছিল অপারেশন সার্চলাইট।
সুবর্ণজয়ন্তীতে সবার হৃদয়ে একটি নাম বহমান
স্বাধীনতার স্থপতি তুমি,শেখ মুজিবুর রহমান।
দেশ ভাসছে চিরস্মরণীয় উন্নতির উদ্ভাসে,
একাত্তর থেকে একুশ,স্বাধীনতার বয়স এখন পঞ্চাশে।
রাখবো ধরে লাল সবুজের উপচে পড়া গৌরব,
স্বাধীনতা নামক ফুলটি যেন আজীবন ছড়ায় সৌরভ।