মানুষকে তুমি দিতে পার পাহাড় সম কষ্ট
নিজের চরিত্র ঠিক না করে অন্যকে বল নষ্ট।
মদ, জুয়া আর নারী বাজীতে আছো তুমি লিপ্ত,
বিবেক তোমার জাগ্রত না হয়ে রয়ে গেল সুপ্ত।
অন্যায় আর অত্যাচারে হয়ে গেছো আসক্ত,
জানিনা এ পাপাচার থেকে কবে হবে মুক্ত?
মানুষকে কাঁদিয়ে তুমি পাও যে বেজায় সুখ,
দুঃখ দিতে তাইতো তোমার কাঁপে না একটুও বুক।
নষ্টামি আর ভণ্ডামিকে ভাবছো জীবনের জয়,
পরপারের বিচারেতে নাইকি তোমার ভয়?
সন্দেহকে ভাবছো তুমি চিরন্তন সত্য,
অহংকার আর গর্বে কাটছে তোমার নিত্য।
চাপাবাজি আর মিথ্যায় তুমি সবাইকে ছাপিয়ে,
দুর্নীতি ও অন্যায় করে বেড়াচ্ছো তুমি দাপিয়ে।
কৃতঘ্ন আর স্বার্থপরতায় তুমি সবার শীর্ষে,
তোমার মত অমানুষ আর একটিও নাই বিশ্বে।