অবরুদ্ধ আজ পুরো পৃথিবী অদৃশ্য অণুজীবে,
পৃথিবীর এমন রূপ কে দেখেছিল, কখন কবে!
মৃত্যু ছাড়া সব শব্দ যেন অভিধান থেকে যাচ্ছে বেরিয়ে,
অসহায় হাতগুলো যেন অদৃশ্য শূন্যতায় যাচ্ছে হারিয়ে।
তাড়িয়ে বেড়ায় সারাক্ষণ ভীষণ অস্থিরতা, অজানা আশংকা,
লাশের স্তুপে পৃথিবীটা যেন আজ মৃত্যু উপত্যকা।
কী এক ব্যাধি প্রকৃতির নাকি মানুষের চলছে গবেষণা,
মিডিয়া জুড়ে চলছে তার বিস্তর চুলচেরা আলোচনা।
মহামারি,মহাদুর্যোগ-মহাক্রান্তিকালে সারাবিশ্বে আজ হাহাকার,
অণুজীবের পরশে আজ মানবজীবন যেন হচ্ছে নিরাকার।
মরণ নিঃশ্বাসে ভারী হয়ে উঠছে পৃথিবীর অলিগলি, রাজপথ,
অনিশ্চয়তার দোলাচলে দুলছে আগামী প্রজন্মের ভবিষ্যৎ।
নিশ্চিহ্ন হয়ে যাবে কি আজ মানবসভ্যতা!
মৃত্যু চারিদিকে মৃত্যু -যেন পৃথিবীর বহুল পরিচিত আজ শব্দটা।
গৃহে অন্তরীন-অবরুদ্ব আজ যাপিত জীবন,
করোনার বিষাক্ত ছোবলে নীল হচ্ছে এ ভুবন।
ঐশ্বর্য, বিত্ত,বৈভব যেন আজ পরাজিত হচ্ছে প্রতিনিয়ত,
পৃথিবী যেন ধূসর মরুভূমি -বিদগ্ধ এক ছবি,বীভৎস তার মানচিত্র।