অন্যের দোষটা ধরতে আমরা অনেক পটু,
এমন অনেক কাজ করি যা দেখতে দৃষ্টিকটূ।
পারিনা দিতে আমরা কাউকে যোগ্যতার সম্মান,
সুযোগ পেলেই করে যাই হিংসা আর অপমান।
নিজের দোষটা রখি ঢেকে,
অন্যেরটা ধরি চেপে।
ভালো কাজে করিনা সাহায্য,
যদিও তা অনেক ন্যায্য।
অন্যের ভালো দেখে হই ঈর্ষান্বিত,
উচিত কথায় আমরা হই রাগান্বিত।
আমিত্বকে জয় করে, ধ্বংস করো মনের কুপ্রবৃত্তি,
জাগিয়ে তোলো আছে যতো, তোমার মনের সুকুমারবৃত্তি।
বিপদে হও ধৈর্য্যশীল,মানুষকে করো ক্ষমা,
তোমার হিসাব প্রতিমূহুর্তে হচ্ছে কাঁধে জমা।
অন্যায়ের সাথে করোনা আপোষ,বলোনা মিথ্যা কথা,
সত্যের পথে চলতে গিয়ে পাওনা যতই ব্যাথা।
মানুষের ঘরে জন্ম নিলেই যায় না হওয়া মানুষ,
অহংকার আর গর্বে উড়াও না যতই ফানুস।
মানুষের সাথে হও বিনয়ী, হও তুমি সদয়,
বিবেকটাকে জাগ্রত করে,মনুষত্বকে করো উদয়।
আমরা মানুষ হবো সেদিন,
নিজের ভুলটা নিজেই শোধরাবো যেদিন।
আমরা মানুষ হবো সেদিন,
জাগ্রত হবে মানবতা যেদিন।