করোনা সারাবিশ্বে এক ভয়াবহ মহামারি,
মানুষের মাঝে শুরু হয়েছে হতাশার আহাজারি।
বিশ্বের অনেক দেশের শিক্ষা প্রতিষ্ঠান হয়ে গেছে বন্ধ,
করোনায় আতঙ্কিত সারাবিশ্ব আজ স্তব্ধ।
ভাইরাসটির আক্রমণ শুরু হয়েছিল চীনে,
রোগটিকে অবহেলার নেই কোন মানে।
সবচেয়ে করুণ অবস্থা দেশটির নাম ইতালি,
মানুষের মাঝে কমে গেছে আজ মিতালি।
রোগ থেকে বাচতে আছে একটাই উপায়,
ঘরের ভিতর থাকতে হবে চব্বিশ ঘণ্টায়।
বাইরে গেলে অবশ্যই পড়তে হবে মাস্ক,
ঘরে বসেই করতে হবে স্কুল কলেজের টাস্ক।
জানিনা ভাইরাস থেকে বিশ্ব কবে হবে মুক্ত
আক্রমণের তালিকায় নতুন নতুন দেশ হচ্ছে যুক্ত।
দিনে দিনে করুনায় দিচ্ছে মানুষ প্রাণ
প্রতিষেধক আবিস্কারের চেষ্টায় বিজ্ঞানীরা আজ হয়রান।
বিজ্ঞানীরা প্রতিষেধক আবিষ্কার করবে যেদিন,
সারাবিশ্ব মহামারি থেকে মুক্তি পাবে সেদিন।
একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে যাবেনা বের হওয়া,
ভাইরাস থেকে বাচতে বেশি বেশি পড়তে হবে দোয়া।
রচনাকালঃ ২০ শে মার্চ -২০২০
(যখন করোনা সারাদেশে বিস্তার লাভ করতে শুরু করছে)