রমজানেরই শেষের দিনে চাঁদটা উঠে বাঁকা,
ঈদটা যেন সবার কাছে একটা সুখের চাকা।
করোনাও পারেনি থামাতে ঈদের খুশির রেশ,
নতুন জামাতে খোকন সোনাদের লাগছে এবার বেশ।
ঈদের আনন্দে জেগেছে প্রাণ,হৃদয় উঠেছে খুশিতে ভরে,
পরের ঈদটা আসে যেন করোনাকে পর করে।
সবার মনে উঠছে জেগে ঈদের আনন্দের ঢেউ,
এই খুশিতে বাদ পড়েনা শিশু- বৃদ্ধ কেউ।
ঈদের চাঁদটা হেসে উঠুক সবার খুশির তরে,
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার ঘরে ঘরে।
ঈদের আনন্দ হয় যেন ভাগ প্রতিবেশীর সাথে,
ধনী-গরিব ভেদাভেদ ভুলে দাঁড়াই ঈদগাহ মাঠে।
আয় রোজগারে থমকে গিয়ে,পেটের ক্ষুধায় আসেনা যাদের নিদ,
তাদের জীবনেও কি আসবে এবার অনেক খুশির ঈদ?