বঙ্গবন্ধু-তুমি বাঙালি জাতির মুক্তির প্রণেতা,
তুমি সারাবিশ্বের অন্যতম দেশপ্রেমিক জননেতা।
তুমি বাঙালি জাতিকে দেখালে ন্যায়ের পথ,
তোমার হাতের তর্জনীতেই বাঙালি পেল বিজয়ের রথ। ।
তুমি বাঙালি জাতির মেরুদণ্ড সোজা করার যুগিয়েছ শক্তি,
পৃথিবীর সব মানুষ তাইতো করছে ,তোমায় অনেক ভক্তি।
তোমার জন্য জেগেছে আপামর জনতা,
রক্তের বিনিময়ে এনেছে বাংলার স্বাধীনতা।
ন্যায়ের জন্য সংগ্রাম করে হয়েছো অনেকবার বন্দী,
অন্যায়ের সাথে তাইতো তুমি কখনো করোনি সন্ধি।
তুমি দিয়েছো মুক্তির জন্য লড়াইয়ের ডাক,
যার যা আছে তাই নিয়ে যেন মুক্তিযুদ্ধে যাক।
তোমার জন্মে জড়িয়ে আছে বাংলাদেশের জন্ম,
সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রামে ছিলে তুমি আজন্ম।
তমি শুনিয়েছো বাঙালিদের মুক্তির গান,
জীবন দিয়ে স্বাধীনতা এনে রেখেছে তারা তোমার মান।
তুমি পরাধীনতার শিকল ভাঙার দারুণ কারিগর,
তুমি স্বাধীনতার আকাশে দেদীপ্যমান বাতিঘর।
বঙ্গবন্ধু তুমি রাজনীতিরি এক মহান কবি,
দেশের জন্য তুমি হারিয়েছো সবি।
বঙ্গবন্ধু তুমি মিশে আছো কোটি হৃদয়ের প্রাণে,
তুমি বেঁচে থাকবে অনন্তকাল,দেশের মাটির ঘ্রাণে।
তোমার জন্য পেয়েছি পতাকা ,পেয়েছি এই দেশ,
তোমার জন্মে ধন্য আজ সোনার বাংলাদেশ।
তুমি বাঙালি জাতির ভাগ্যাকাশে উজ্জ্বল ধ্রবতারা,
তুমি পথ দেখিয়েছো এ জাতিকে ,যখন ছিল তারা দিশেহারা।
বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুত্রে গাঁথা,
তুমি দুঃখী মানুষের স্বপ্ন নিয়ে বোনা রঙীন নকশী কাঁথা।
তুমি বিশাল হৃদয়ের অনুপম ব্যক্তিত্বে সারাবিশ্বে অনন্য,
তোমার পরিবারের হত্যাকারীরা ইতিহাসে আজ জগণ্য।
তুমি বাংলার জন্য জীবন উৎস্বর্গকারী এক মহান বিশ্বনেতা,
তোমার ডাকে ঐক্যবদ্ব হয়েই মুক্তিসংগ্রামে সম্ভব হয়েছে জেতা।
বঙ্গবন্ধু-তুমি চিরশান্তিতে টুঙ্গিপাড়ার মাজারে আছো ঘুমিয়ে,
তুমি চিরকাল রয়ে যাবে কোটি কোটি বাঙালীর হৃদয়ে।