ইদানিং মানুষগুলো হয়ে যাচ্ছে,কেমন যেন যান্ত্রিক,
হচ্ছে না যেন কোন কিছুই সঠিক নিয়ম তান্ত্রিক।
প্রকৃতিও ভীষণ রকম ভাবে বদলে যাচ্ছে,
জলবায়ু পরিবর্তনে করণীয়টাও খুব গুরুত্ব পাচ্ছে।
বদলে যাচ্ছে মানুষের হৃদয়ের অনূভুতি,
মানুষের কাছ থেকে পায় না মানুষ আর আগের মতো সহানুভূতি।
বর্ষাকালে খরা আর চৈত্র মাসে বৃষ্টি,
পৃথিবীতে হচ্ছে অনেক,অহেতুক অনাসৃষ্টি।
নম্র-ভদ্র থাকলে ভাবে,লোকটি অনেক বোকা,
পদে পদে দিতে চায় যে, সবাই তাঁকে ধোকা।
মানুষগুলো কেন জানি নিজের স্বার্থটাকেই বোঝে
সুখী হওয়ার জন্য মানুষ অসৎপথটাকেই খোঁজে।
উপকারীর উপকার এখন স্বীকার করেনা কেউ,
নিজের স্বার্থে আঘাত আসলে করে ঘেউ ঘেউ।
গুরুজনেরা পায়না এখন আর আগের মতো ভক্তি,
মানুষগুলো যেন হারিয়ে ফেলেছে মনুষত্বের শক্তি।
মানুষের থেকে হারিয়ে যাচ্ছে যেন মানবিকতা,
দিনে দিনে বেড়ে যাচ্ছে নির্যাতন ও নির্মমতার পাশবিকতা।
পশুপাখির আবাসস্থলও আজ হচ্ছে বিপন্ন,
জলবায়ুর পরিবর্তনে আজ তাই বিপদ আসন্ন।
বদলে যাচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের ধরণ,
আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী অনেক মানুষ, করছে মৃত্যুবরণ।