সমাজ,সংস্কৃতি ও রাজনীতিতে নেমে আসছে আজ অসীম শূন্যতা,
করোনা ভাইরাস যেন আরও ভয়ংকর,পৃথিবী দেখছে তার হিংস্রতা।
এত মৃত্যু এত শূন্যতা,চারিদিকে আজ শুধুই নীরবতা,
একটি আইসিইউ,একটু অক্সিজেনের জন্য বাঁচার ভীষণ আকুলতা।
মৃত্যু সে তো ঘটবেই,সবার জীবনে একদিন আসবেই,
প্রকৃতির এ নিয়মকে তরান্বিত করে প্রাণঘাতীর খেলায় করোনা যেন জিতবেই।
একে একে খসে পড়ছে মহীরুহসম উজ্জ্বল সব তারা,
স্ব-মহিমায়,আপন আলোয় উদ্ভাসিত ছিলেন যারা।
প্রতিটি মৃত্যুই পরিবারের জন্য যেন এক মহাবিপর্যয়,
পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে ভাইরাস যেন দুর্বার,দুর্জয়।
প্যানডেমিক পরিস্থিতি মানুষের জীবনকে দিচ্ছে বদলে,
পুরো পৃথিবী আজ যেন মৃত্যুশয্যা,করোনার বিষাক্ত ছোবলে।
একাত্তরে অগণিত বুদ্ধিজীবীদের প্রাণ কেড়ে নিয়েছিল পাকিস্তানী হায়েনা,
এবার অনেক রথী-মহারথীর জীবন নিচ্ছে প্রাণঘাতী করোনা।
একাত্তরের পর এত মৃত্যু আমরা দেখিনি কেউ কভূ,
মৃত্যুর মিছিল বন্ধ করো, বাঁচাও আমাদের প্রভু।