অসহায় নিপীড়িত মানুষের পাশে থাকবো এই হোক আমাদের প্রত্যয়,
যত বাঁধা আসে আসুক, আমরা হবো দুর্জয়।
ভালোর সাথে আলোর পথে থাকবো মোরা সদা,
অন্যায়ের শিকলে আমরা কখনো পরবো না’ক বাঁধা।
আমাদের প্রত্যয় হোক দুঃখী মানুষের পাশে থাকা,
সতাতাকে আঁকড়ে ধরব, পথটা যতই হোকনা বাঁকা।
দেশের জন্য,সমাজের জন্য যদি তুমি ভালো কিছু করো ,
বেঁচে থাকবে তুমি অনন্তকাল, মরণের পরও।
যেখানে ,যে কাজেই তুমি থাকোনা নিয়োজিত,
দায়িত্ব, কর্তব্য ও আন্তরিকতার সবটুকু দিয়ে হও নিবেদিত।
অন্যায়কারী সমাজে যতই হোকনা অধিষ্ঠিত,
সত্য ও ন্যায়কে মোরা করব প্রতিষ্ঠিত।
মানুষের বিপদের পাশে মোরা যাবো এগিয়ে,
অন্যায় ও নির্যাতন দেখে রবো নাকো পিছিয়ে।
জরাজীর্ণ,পাপ পন্কিলতাকে সব পিছনে ফেলে,
সত্য , সুন্দর আগামীর পথে যাবো মোরা চলে।