ভাষার জন্য যারা দিয়ে গেল প্রাণ,
আমরা কখনো ভুলবনা তাদের আত্মদান।
আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল যারা,
বিশ্ব দরবারে চির নিন্দিত আজ তারা।
ভাষা রক্ষায় লড়াইয়ে একমাত্র জাতি আমরাই,
হায়েনাদের রক্তচক্ষুকে বাঙালী জাতি কখনো না ডরাই ।
মায়ের মুখের ভাষাকে তোরা নিতে চাস কেড়ে,
যে ভাষাতে শৈশব থেকে মোরা উঠি বেড়ে।
ভাষার জন্য এমন সংগ্রাম বিশ্বে অবিস্মরণীয়
ভাষাশহিদরা আজ তাইতো চির অমর, চির বরণীয়।
একুশেফেব্রুয়ারি বাঙালি জাতির গৌরবোজ্জল একটি দিন,
বিনম্র শ্রদ্ধায়, ভালোবাসায় ফুলে ফুলে শহীদমিনার হয় রঙিন।
ভাষাশহীদদের রক্তের ঋণ কিছুটা হলেও হবে শোধ,
সকল প্রতিষ্ঠানের নাম ফলক সব বাংলায় লেখার হয় যদি আমাদের বোধ।
গান, কবিতা,অনূভুতি , প্রার্থনা সবই বাংলায় লালিত,
সারা বিশ্বে একুশে ফেব্রুয়ারি আজ সগৌরবে পালিত।