কত লোকের জানাযায় দাঁড়ালাম,
কত লোককে কবরে শোয়াতে দেখলাম।
একদিন আমিও যাব চলে,তুমিও যাবে চলে,
সবাইকে হয়তো কিছুই না বলে।
মানুষ হয়ে কিসের গর্ব কিসের এতো অহংকার
মানুষের সাথে সদ্বব্যবহার হোক তোমার শ্রেষ্ঠ অলংকার।
পার্থিব সুখের জন্য আমরা খেটে যাচ্ছি দিনরাত্রি,
এই দুনিয়ায় আমরা সবাই ক্ষণিকের যাত্রী।
ক্ষণস্থায়ী এই দুনিয়ায় যদি হতে চাও অবিনশ্বর,
ভালো কাজ করে হও তুমি চিরভাস্বর।
মানুষের ভালো করে যারা,
চিরদিন বেঁচে থাকে তাঁরা।
অহংকার,অন্যায়,মিথ্যা যদি তুমি করো বর্জন,
সকলের ভালোবাসা ও দোয়া হবে তোমার সেরা অর্জন।
এসো সবাই হিংসা,বিদ্বেষ, ভেদাভেদ ভুলে,
মিলি সবাই শান্তি ও ঐক্যের পতাকাতলে।
একদিন সব অতীত হয়ে যাবে,বিলীন হবে সব,
যা করেছো দুনিয়াতে তুমি জানবেন শুধু রব।