চুর,চুর,চুর
ভিন্ন টাইপের
ভিন্ন চুর!

রাস্তার ধারে বেটে
নয় মোবাইল
টিপানো।

চুর আছে
রাস্তার এ পার ওপারে,
ধমক দিয়ে চিনতায়
করে হস্তের মোটোফোন।

বাইকের উপর চুর
চুরের হাতে থাকে
মোবাইল টাইপের কেচিং,
চুট মেরে ছিনিয়ে নিয়ে
সিড়িয়ে দেয়
নিজ হস্তের মোটো-
ফোনের কেচিং।

মালিক তিমিরের মাঝে
খোজাখুজি করে নিজ
মোবাইলের আশা নিয়ে,
খুজে দেখে নাই নিজ
মোবাইলের রুপ হল
অন্য মোবাইল
এর কেচিং।