সুখের সাগর খুঁজে বেড়ায়,অদ্ভুত..!
কিন্তু"পাইনা সেই সুখের সাগরের জল?
জগদেশ এর কি এই পরিনাম করার ইচ্ছা ছিল?
শুধু আমায় সুখের সাগর না দেখিয়ে,লবানক্ত সাগরে ডুব দেওয়ার এই অদ্ভুত কান্ড দেখানোর..!
এই জিবন কি শুধু বৃথায় যাবে প্রভূ?
এই আস্থা কি শুধু পাহাড়ের অন্ধকূপ এর ভাব নিয়ে যাবে?
কত না প্রশ্ন জাগে এই অশালিন হৃদয়ে.!
শুধু কি আমায় এই ভোগ দিয়েছ?
নাকি"অন্য কার ও মাঝে আছে এই অদ্ভুত অন্ধ জিবন কাহিনী?
হে প্রভূ,বলতে ভয় লাগেনা তোমায়,
তাই তোমায় প্রকাশ করি এই অভাগী হৃদয়ের বাহন।
হে সৃষ্টিকর্তা,তোমায় জানাই অশেষ অভিনন্দন।
আমায় এই কষ্ট দেওয়ার জন্যে।
হে মালিক,তোমায় জানাই এই হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা।
এই কষ্ট ভোগ করার ক্ষমতা আমায় দেওয়ার জন্যে।
হে আল্লাহ,তোমারি কাছে এত টুকু পাওনা ছিল আমার,
যা পেয়ে আমি আছি সুখের দোলনাতে হুতাশুন এর তাপের সুখে।