১.
নগ্ন পায়ে সাত সকালে
শিশিরভেজা দূর্বাঘাসে
হাঁটবো কবে

হাড় কাঁপানো শীতের কালে
মুখ লাগাতে খেজুর রসে
পারবো কবে

সবুজ ভরা ধানের ক্ষেতে
মন কাড়া সব প্রকৃতিতে
মিশবো কবে

বিকেল বেলা বড়শি হাতে
ডোবা নালে মাছ ধরতে
যাইবো কবে

গ্রাম বাংলার সাঁঝের বেলা
সূর্য ডোবে নীল গগনে
দেখবো কবে

দেশ বিদেশের গল্প-পালা
পূর্ণিমার ঐ নিশিক্ষণে
শুনবো কবে

সকাল বিকাল সব সময়ে
চলছে সবাই মিলে মিশে
দেখবো কবে

২.
টিনের চালে মুষল ধারে
বৃষ্টি পড়ে রিম ঝিমিয়ে
শুনবো কবে

বর্ষাকালের দিন দুপুরে
বধুর সাথে উদম গায়ে
ভিজবো কবে

খালে বিলে মেঠো পথে
স্মৃতির গানে স্বপ্ন বুনে
গাইবো কবে

হাটের দিনে বাবার সাথে
বাজার করে বাড়ির পানে
ফিরবো কবে

সবুজ শ্যামল প্রকৃতিতে
তৃপ্তি ভরে নয়ন যুগল
ফেলবো কবে

জ্ঞাতি গোষ্ঠির ‌ঊর্ধ্বে উঠে
একসাথে সব মাঠে গিয়ে
খেলবো কবে

মা ও মেয়ের হাসি দেখে
কষ্টগুলো ফেলে দিয়ে
হাসবো কবে

৩.
মুখেতে হাসি বুকেতে ব্যথা
নিজের সাথে প্রতারণা
ছাড়বো কবে

দুনিয়াদারির পুড়িয়ে খ্যাতা
সবার আগে নিজকে চেনা
হইবো কবে

ছক্কা পাঞ্জার জীবন ছেড়ে
আলোয় ভরা মায়াবি মুখ
দেখবো কবে

ভোগবাদিতা ভাগাড়ে ঝেড়ে
ত্যাগেই শান্তি ত্যাগেই সুখ
ভাববো কবে

মরুর দেশের আবাস ছেড়ে
একসাথে ঘর টুনির সনে
বাঁধবো কবে

মনের ব্যাথা গোপন রেখে
দুঃখগুলো ডাস্টবিনে
ফেলবো কবে

দুনিয়াদারি কমিয়ে দিয়ে
কর্ম করে ধর্ম মেনে
চলবো কবে