১.
নারী তুমি কি জানো
কতো টা তোমার মূল্য,
এজীবনে আলোর দিশা
তুমি যে হুর তুল্য।
নারী তুমি কি মানো
নও যে তুমি আবল্য,
ফান্দে পড়িয়া কারো
হয়ো নাকো দোদুল্য।
নারী তুমি কি ধারো
হয়ে অতো ঔজ্জ্বল্য,
টিকে না যে রঙ-ঢং
দেখিয়ো না বাহুল্য।
নারী তুমি কি পারো
ছেড়ে দিতে কৌটিল্য,
নিজের যত্ন নিতে
করিও না শৈথিল্য।
২.
নারী আমি তো জানি
গর্ভিণী তুমি তবু বাৎসল্য,
প্রেমাজালে বাঁধিয়ো নরে
হয়ো না পাহাড়ী শৈল্য।
নারী আমি তো মানি
বাঁকা হাড়ের তবু সারল্য,
তব গলে শোভা পায়
রাশি রাশি মাল্য।
নারী আমি তো ধারি
তবুও বলি ছাড়িতে চাপল্য,
হিসেব যে সেথা নেয়া হবে
আজ না হয় কল্য।
নারী আমি তো পারি
দিতে তোমায় যথা মূল্য,
যদি না করো মোরে
হীনজ্ঞানে তুচ্ছ-তাচ্ছিল্য।