মা পারিনি আমি মা মা বলে
বারবার তোমায় ডাকতে
মা পারিনি আমি মমতায় ভরা
তোমার কাছে থাকতে।
মা পারিনি আমি রোগে-শোকে
তোমায় সেবা করতে
মা পারিনি আমি তোমার কাছে
চেয়েছি যেমন হইতে।
ক্ষমা করো মা, দুআ করো মা
তোমার ছেলের তরে
না হই যেনো অবাধ্য তোমার
লয়ে ভয় অন্তরে।
তোমায় স্মরি চোখ বেয়ে মা
অশ্রু যে মোর ঝরে
প্রাণ যে কেমন করে আমার
মন যে কেমন করে।