এসো না তুমি
আমার এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে
একটু আলো দিতে।

এসো না তুমি
আমার এই খররৌদ্র তপ্ত মরুভূমিতে
একটু ছায়া দিতে।

এসো না তুমি
আমার এই প্রচন্ড তৃষ্ণার্ত হৃদ জমিনে
একটু পানি দিতে।

এসো না তুমি
আমার এই যন্ত্রণাদগ্ধ নিঃসঙ্গ জীবনে
একটু মায়া দিতে।

এসো না তুমি
আমার এই জীর্ণময় শীর্ণ ছোট্ট কুঠিরে
একটু ধুলি দিতে।

এসো না তুমি
আমার এই অবহেলিত বঞ্চিত আমারে
একটু আশা দিতে।

এসো না তুমি
আমার এই একাকীত্বের বড় অসহায়ত্বে
একটু দয়া দিতে।

এসো না তুমি
আমার এই অজানা পথে বিদায় মুহুর্তে
একটু দেখা দিতে।