একটি স্বচ্ছ আয়না
তুমি দেখলে, কাছে এসে দাড়ালে
নিজেকে আবিষ্কার করলে
দিলে যে তুমি-ই বায়না!

একটি স্বচ্ছ আয়না
তুমি ধরলে, হেথা-সেথা রাখলে
শেষে ভেঙ্গে ফেললে
আহ্ জোড়া যে লাগেনা!