ওয়াকরা সুকে ডালিম গাছে
রঙিন ফুলের দোল
সত্যিই যেনো সবুজের মাঝে
পড়িছে গালে টোল।

কালের তালে ঠিক ধরিবে
ইহাতে মিষ্ট ডালিম
পাকিতে তারে নাহি দিবে
লুটেরা দুষ্ট জালিম।

পরের গাছে ফুল ফুটিলে
তাতে তোমার কি
ফুলের পরে ফল পাকিলে
তাতে কাকের কি?

নোট: ওয়াকরা সুক অর্থ ‘ওয়াকরা এলাকার মার্কেট’। এটি কাতারের দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী একটি মার্কেট।