তুমি প্রিয়তমা, তুমি মনোরমা
তুমি কামনা আমার, তুমি প্রাণসমা।
তুমি জীবনে আমার, তুমি মরণে আমার
তুমি দু’নয়ন জুড়ে তুমি অনুপমা।

তুমি মরমিয়া, তুমি কমনিয়া
তুমি ভাবনা আমার, তুমি প্রাণপ্রিয়া।
তুমি স্বপনে আমার, তুমি শয়নে আমার
তুমি দু’নয়ন জুড়ে তুমি মনোকায়া।

তুমি সুনয়না, তুমি বরাননা
তুমি সাধনা আমার, তুমি মহামনা।
তুমি সুখে আমার, তুমি দুঃখে আমার
তুমি দু’নয়ন জুড়ে তুমি সুভাননা।