🌸🌸🌸🌸🌸🌸🌸
আছি প্রতিক্ষায়-
এই বুঝি এলো-শীত টাও পেরুলো,
বাতাসে পাখিরাও বলে দিলো
আহা! বসন্ত এসে গেলো। :)

শুকনো ঝরোপাতা
আজি ডালে ডালে লাল-হলুদ ফুল,
নবো ঘ্রানে আমের শুভ্র মুকুল
আহা! বসন্ত এসে গেলো। :)

শিমুল' পলাশ' কৃষ্ণচূড়া
রেঙেছে আজ নগরীর পথে,
হলুদ গাঁদা-ও ফুটেছে প্রভাতে
অাহা! বসন্ত এসে গেলো। :)

বিস্তৃত মাঠ সবুজের মাঝে
মাঠ ছাপিয়ে ধান গেলো ভরে,
সোনার ফসল হাসে ঘরে-ঘরে
আহা! বসন্ত এসে গেলো। :)

ভাপা-পুলি-চিতই নারিকেল পুর
সন্দেশ-ফুলঝুরি খেজুরের গুড়,
উৎসবে মেতে উঠে দূর- বহুদূর
আহা! বসন্ত এসে গেলো। :)

মাঝে মাঝে বহে মৃদু দখিনা বায়
বাহির যেনো টানে কার অপেক্ষায়,
হিমেল হাওয়ায় আজি মন হারায়
আহা! বসন্ত এসে গেলো। :)

বকুল-বেলি ঘ্রানে ছুঁয়েছে এই প্রানে
কোকিলের মুহু মুহু কুহু কুহু তানে,
নিকুঞ্জে পুঞ্জে ভ্রমর গুনগুন গানে
আহা! বসন্ত এসে গেলো। :)

জেগে ওঠে একরাশ সবুজপাতা
সবুজে পেল নব প্রানের পূর্ণতা,
কিছু হারায়ে সব দিয়ে গেলো
আহা! বসন্ত এসে গেলো। :)

মেঘকালো চুলে হারিয়েছি ভুলে
কপালে টিপ খোপা দিয়েছ খুলে,
ফাল্গুনি সাজে আজি সে এলো
আহা! বসন্ত এসে গেলো। :)

লেখা- নাঈম ইসলাম হাবিব।
তাং :- ৬/১০/২০১৮
🌸🌸🌸🌸🌸🌸🌸

*** ভালো লাগলে জানাবেন অবশ্যই ***