পুরোনো সুখ
📕....................📗
সুখ তুমি কই, কোথায় তুমি থাকো
আমি পাই অভাবে থেকে সব শান্তি
পাই পুরোনো সেই শার্ট বা চিঠিতে
পাই কাঠের পিঁড়ি বা পুরোনো পাটিতে
পাই রাস্তার পাশে কমদামি আহারে
পাই শান্ত নদীতে কতক নৌকার বাহারে
পাই বাবার লুকোনো সব ক্ষতচিহ্ন
পাই মায়ের পুরনো জমানো টাকায়
পাই গাঁ এর মেঠো পথের আকাবাকা রাস্তায়
পাই অবহেলিত ঘাস ফুল কিংবা কাশ ফুলে
পাই প্রিয় মানুষটার ন্যাকামি আর ভুলে
পাই ক্ষুধার্ত মানুষটার কিছু পাওয়ার হাসিতে
পাই শিশুদের অবুঝ কতশত কথার ভুলিতে
পাই খুব বৃষ্টিতে ভিজে কুড়ানো ফলে
পাই পুরোনো স্কুল আর বন্ধুদের দলে
পাই সকল বাবা মায়ের নি স্বার্থ যত্নে
পাই রবের দেয়া ফ্রি বিশুদ্ধ অক্সিজেনে
পাই আজানের ধ্বনি তে সবচেয়ে সুন্দর ডাক
সুখ এসবেই ভীষণ প্রিয়, প্রিয় হয়েই থাক
২৪/০১/২০২৫
নাঈম 🖊️🖋️