হাজারো দ্বারে ঘুরে ফিরে
নিরাশ মন একেলা ভীষণ
ক্লান্ত খুঁজে ভালোবাসা
নিরাশ আমার সকল আশা
সুন্দর মুখ সুন্দর কথা
আবার ও সেই দিলে দিলো ব্যথা
তীর হারা মাঝি হয়ে যায় রাজি
যেদিক ফিরি সবই কারসাজি
নৌকা আমার ভিড়ে নাকো
তাহাদের হেডমের ঠেলায়
যুগের গতিতে পারিনাহ চলিতে
কাটে একেলা পুরোনো বেলায়
বিশ্বাসের ভীষণ অভাব পড়েছে
ধরে যে কত শত চুতো
আমিতো চাই পুরোনো সংসার
পাল্টাইনি প্রিয় সেই সেলাই জুতো
আমিতো বুঝিনা বুজিতেও চাইনা
শুধু বুঝি কেউ হবে প্রিয়জন
কি হবে চিনে নকল সোনা
সেতো হয়ে রয় শুধু প্রয়োজন
১৭.০১.২০২৫
হাবিব 🖋️