আচ্ছা, প্রেম নিবেদন করতে,
বিশেষ ফুল প্রয়োজন ?
গোলাপ, বেলী, কিংবা রজনীগন্ধা!
গোলাপী,হলুদ, কিংবা সাদা-
ফুলেদের ঘিরে যে এতো আয়োজন?
🌺

এসব ফুল যে ঢের দামী
প্রেমীকারা বুঝতে চাইনা-
সবাই যে কিনতে পায়না!
তাই বলেকি অন্য ফুলে
প্রেমের প্রকাশ পায়না ?
🌺

রং,ঘ্রাণ, যেমনি হোকনা
ফুল তো ফুলই হয়!
যদি দামীফুল নাই থাকতো!
তবে প্রেমে কি ঘুণ ধরতো?
সত্যি কি প্রেম হারিয়ে যেতো?
🌺

ফুলেরা অর্ন্তহীন সুভাস ছড়ায়ে
যুগেযুগে প্রেমিক-প্রেমিকার মনে ,
সাজিয়ে তুলে ভালোবাসার ঘর,
ঘ্রাণশেষে তোমায় ছুড়েঁ দেয় নিচে
মিছেপ্রেম ছুটছে সুভাসের পিছে।
🌺

আমারও প্রেম নিবেদন হবে
কৃষ্ণচূড়া, শিমুল কিংবা ঘাসফুল
কিংবা মুঠোপুরে থাকবে কাশফুল
প্রতি বিকেলে চুলে গুজে দিব
ঘ্রাণহীন ফুটন্ত রক্তজবা।
🌺

লেখা- নাঈম ইসলাম হাবিব।
তাং :- ২/২৪/২০২০
🌸🌸🌸🌸🌸🌸🌸