এই রক্তক্ষয়ী স্বাধীন দেশে
লক্ষ-নারী প্রান দিল শেষে,
প্রিয়দেশের মানচিএে
অশুভ বাতাস আজ-ও মিশে।

অতল ঢেউয়ে একটা মেয়ের
নগ্ন নীথর শরীর ভাসে,
কেও এসে নেয়নি খবর
পাছে কুকুরগুলো হাসে ।

শকুনেরা খুবলে খায়
হরিণীর মত একটি মেয়ে,
মৃত চোখের কান্নাধারা
এখন অব্দি যায় বেয়ে।

মানবিকতার শিকড় ছিড়ে
দাঁড়িয়ে সবাই মাথা তুলে,
নির্বাক চেয়ে মেয়েটির প্রাণ
ফিরে কেউ চাইনি ভুলে।

ঐ মেয়েটি আর হাসেনা
স্বপ্ন গেলো ডেউয়ে মিশে,
কথা ছিলো আসবে ফিরে
কারো ঘরে বধূ বেশে।

যে মেয়েটা উড়ত হাওয়ায়
প্রজাপতি যেমন ফুলে,
বিকেল শেষে ফিতা হাতে
বেণী দিতো আপুর চুলে।

সে মেয়েটি আর আসেনা
বাবার কোলে আর বসেনা,
গাল টিপে মা বলেনা
আয় বুকে মোর লক্ষীসোনা।

কতক স্বপ্ন নিয়ে বুকে
সে মেয়েটাও বাচঁতে শিখে,
গুড়িঁয়ে সেই স্বপ্নবালি
অশুভ থাবা দিল রুখে।

যে মেয়েটা কুড়িয়ে ফেরে
গোলাপ বেলি মুঠোয় পুরে,
সুবাসমাখা সেই আদুরে হাতে
ফুলগুলি ভাসে অদূর স্রোতে।

মুছে যেতে আর দেবোনা
এমনি করে ফোটা হাসি,
পিশিয়ে দেই সব রক্তচোষা
আসুন সবাই এগিয়ে আসি।


March 12, 2018 ·