ভাবছি আমি তাকে নিয়ে
লিখবো এক কবিতা,
হঠাৎ মুচকি হাসির কারণ হয়ে
মাথায় আসলো তার ছবিটা ।
গুণেতে গুণান্বিত সে
লিখছি অনেক বেশ,
পরলে ঘোমটা মাথা থেকে
দেখা যায় ঘন কালো কেশ ।
শাড়ী পরে আড়ি ধরে নানান
রকমের বায়না,
সবশেষে একটা কথাই বলবে সে
তোমাকে ছাড়া আর কিছু চাই না ।
ঘন কালো কেশ ডাগর ডাগর চোখ
আর কি এক মায়া,
সারাদিন লাফালাফি করলেও
ধরতে পারিনা তার ছায়া ।
তার হাত ধরে একটা কথাই বলি
ধরেছি হাত ছাড়বো না এক বারো,
কবিতার শেষ লাইনেই মনে পরে যায়
সে যে আমার না অন্য কারো ।