বৃষ্টি তুমি অপরূপ নেই তোমার বাধা ,
রাস্তা-ঘাটের সব জায়গাই হয়ে যায় কাদা,,
কখনো ছোট বা বড় ফোটায় আসো তুমি ,
জানালা দিয়ে দুহাত বাড়িয়ে চেয়ে থাকি আমি,,
ব্যবসা হয় কারো ভালো বা খারাপ তবে জমে রিকশাওয়ালার,
দশটাকার ভাড়া চায় বিশটাকা দাবি যেনো বাপ-দাদার,,
আকাশে মেঘ ভাসে বজ্রপাত হয় জোরে,
শিশু থেকে কিশোর সবার জানই নেয় কেরে,,
তবে মাঠে জমে যায় এক বিশাল ফুটবল খেলার,
খেলা দেখার জন্য মানুষের জমাট যেনো এক মেলার,,
বাসা-বাড়িতে শুরু হয়ে যায় রান্না খিচুড়ি আর ভাকার,
শুরু হয়েযায় ভর্তা দিয়ে বা যেকোনো ধরনের আচার,,
চারিদিক নিরব লাগে অনেক শিতল ঘুম হয় অনেক ভালো ,
কাদা মেখে শরীরে মুখ-হাতপা যেন হয়ে যায় কালো,,
কাদা ছরাছরি সারাদিনই করি গা হয়ে যায় মাখা,
আবারো যে পাবো কবে এইরকম হঠাৎ এক বৃষ্টির দেখা ।