কত সাল আসলো কত কাল গেলো হয়নি কখনো এমন
কি যে এক যুদ্ধ হয়ে গেলো শুরু, দেশটা হয়ে গেলো কেমন,,
৭১ এর যুদ্ধাবস্তা দেখতে কেউ চাইনি,
সেই যুদ্ধের প্রতিচ্ছবিতে ২৪শে রক্ষা কেউ পাইনি,,
অধিকার চাইতে এসে খেতে হলো অনেক মার,
মৃত্যুর মুখে ছাত্রদের ফেলে দিলো শুধু এক অধিকার,,
ছাত্ররা করছে আন্দোলন মরছে অনেক বীর,
নিরুপায় হয়ে পানি দিতে গিয়ে শহিদ হল মুগ্ধ মীর,,
হিংস্র পশুর রূপে নামলো অনেক পুলিশ,
তাদের থেকে বাচতে ছাত্রদের যেনো এক নালিশ,,
ইন্টারনেটের এক অসুবিধে সারা বাংলাদেশে,
নিঃশ্বচিন্তায় বসে ক্যামেরায় এসে পলক শুধু হাসে,,
কুকুরের ন্যায়ে ছাত্রলীগের ছেলেমেয়ে নেমেছে রাস্তা-ঘাটে,
ছাত্রদের পক্ষে আমি সহ অনেকেই এসেছি মাঠ-ঘাটে,,
৭১রের যুদ্ধ আমরা শুনেছি অনেক গল্পে,
২৪শের যুদ্ধ আমরা রেখেদিলাম কিছু গল্পে,,
সাদা-কালো পথ এখন রক্তে মাখা মাটি,
এদের রক্ত বিফলে যাবে না এই রক্তই খাটি,,
আবু সাঈদ শহীদ হলো করে কোটা যুদ্ধ,
পানির সাহায্য করতে এসে মারা গেল মুগ্ধ,,
জানালা দিয়ে দেখতে এলো নিরিহ এক শিশু,
তাকেও ছার দিলো না পুলিশ নামের কিছু পশু,,
স্বৈরাচারী শুরু করেছে আমাদের এই সরকার,
মানুষের দাবী এই সরকারকে আর নয় দরকার,,
এপ্রিল হলো রক্তাক্ত আর ২৪ হলো দায়ী
এই রকম নিয়ম আর কোনো দেশেই নাই,,
চেয়েছিলাম অধিকার বানিয়েছো রাজাকার,
সময় হয়েছে তোমাদের নিস্তার নাই আর,,
আমাদের দাবী একটাই চাইনা আর যুদ্ধ,
চাইনা আর মায়ের কোল খালি- না মরে কোনো মুগ্ধ,,