শিক্ষাসফর শুরু হয় বিদ্যালয়ের মাঝে,
নতুন কিছু শিখি নতুন কোনো সাঝে,,
মানুষ গড়ার কারখানা থামবেনা কখনই,
পাশ দিয়ে যখন যাই স্মৃতিগুলো মনে পরে তখনই,,
ছোট ছিলাম ভালো ছিলাম করেছি কত সয়তানি,
এখন বুঝি স্কুল জীবনটা ছিল কত দামি,,
বন্ধু ছিল শত্রু ছিল ছিলো অনেকজন,
তাদের কথা পরলে স্বরনে ভারি হয়ে যায় মন,,
ক্লাস ফাকি দিয়ে বন্ধুদেরকে নিয়ে করেছি কত্তকিছু,
আম চুরি করতে আমি সামনে বন্ধুরা পিছু পিছু,,
পরিক্ষা শেষে গিয়েছিলাম দেশে পরছে না আর কিছু মনে,
ভুলে গিয়েছি সবই দিয়েছি পরিক্ষা কবে কত শনে,,
হয়েছি বড় পরেছে বাধা চাকরি আর ব্যবসার কাজে,
জানালা দিয়ে দেখি স্কুলের জন্য নতুন ছেলে-মেয়েরা সাঝে,,
শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথাটাই বড় খাটি,
শিক্ষা ছাড়া একটি মানুষ নিরিহ এক মাটি...!!!