আমি
আধার রাজ্যে আলো খুঁজি
তুমি কি তা জানো?
ব্যর্থ জীবনে সফল পুঁজি
তুমি কি তা মানো?
আমি বধির দুয়ারে কান পেতে থাকি,
তার ডাক কি তুমি শোনো?
কাল্পনিক গল্পে বাস্তবতা খুঁজি
তুমি বাধা দেওনা কেন?
সফল জীবনে খুঁজি বাধা
তুমি কি তা দেখতে পাও?
আমার জীবনে আমিই গাধা
তুমি কি তা মানতে চাও?
ভালোবাসার গল্প বলি
তুমি কি তা শুনবে?
গল্পের ভেতর প্রেমের কলি
তুমি কি তা বুঝবে?
তাকে আমি বেসে ছিলাম ভালো
তুমি কি তা মানবে?
দেখে ছিলাম অনেক আশার আলো
তুমি কি তা দেখবে?
পরে দেখি তার আছে একজন
তুমি কি তা ভেবেছিলে?
আমি তো হয়ে গেলাম দূরেরজন
তুমি কি কেঁদেছিলে?
বলতে চাইনি আর কথা
তুমি কি বলেছিলে?
কিন্তু মনের ভেতর যে অনেক ব্যথা
দেখতে কি তুমি এসেছিলে?
চেয়েও পাইনি তাকে
তুমি কি পেয়েছিলে?
ভুলে যেতে বললো আমাকে
তুমিও কি ভুলেছিলে?
আবার আসিবো তোমাদের মাঝে ফিরে,
নতুন এক গল্প নিয়ে সবাইকে ঘিরে...!!!